বলিউড তারকা সালমান খানের ‘বিয়িং হিউম্যান’নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। পারিবারিকভাবেই এ প্রতিষ্ঠানটি দেখাশোনা করে খান পরিবার। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও আছে এর শাখা।
ঈদের আগে পোশাকের আউটলেট ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’ এর নতুন দুটি শাখা উদ্বোধন করতে সালমানের মেঝ ভাই বলিউড তারকা আরবাজ খান ঢাকায় আসছেন শুক্রবার (৭ এপ্রিল)। প্রতিষ্ঠানটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বলিউডে পরিচিত মুখ আরবাজ খান ‘রেডি’, ‘দাবাং’, ‘কিস কিসকো পেয়ার কারু’, ‘লাভযাত্রি’, ‘দাবাং থ্রি’, ‘ঢোল’, ‘মালামাল উইকলি’, ‘ফ্রিকি আলি’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। ‘দাবাং ২’সিনেমার পরিচালক তিনি। আরবাজ খানের বাংলাদেশ সফরে সঙ্গী হচ্ছেন সালমান খানের ভগ্নিপুত্র অয়ন অগ্নিহত্রী। তারা ৭ এপ্রিল ঢাকার ধানমন্ডিতে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’ এর একটি শাখা উদ্বোধন করবেন। পরদিন তারা চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে আরেকটি শাখা উদ্বোধন করবেন।
এর আগে গত বছর সেপ্টেম্বরে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম আউটলেট ঢাকায় চালু হয়। তখন এটি উদ্বোধন করতে দেশে এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান।