• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

হাসপাতালে এ আর রহমান, হঠাৎ কী হয়েছে সংগীতশিল্পীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:২৩ পিএম
হাসপাতালে এ আর রহমান, হঠাৎ কী হয়েছে সংগীতশিল্পীর
সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান হাসপাতালে। রোববার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই বিশ্বখ্যাত এই সংগীতশিল্পীকে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে।    

হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কথা বলেছে এ আর রহমানের মুখপাত্রের সঙ্গে। তিনি বলেন, “গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান। চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে।”

এ আর রহমানের ঘনিষ্ঠজন জানান, এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরো সুস্থ হয়ে উঠছেন।  

এ আর রহমানের শারীরিক অবস্থা জানিয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা এম. কে. স্টালিন মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, ‘এ আর রহমান ভালো আছেন। খুব শিগগির বাড়ি ফিরবেন।”

খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। তার নাম ছিল দিলীপ কুমার।

১৯৯২ সালে তামিল ভাষার ‘রোজা’ সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ আর রাহমান।

তা ছাড়াও এ আর রহমানের প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে ভারতের ছয়টি জাতীয় পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘পদ্মশ্রী’ (২০০০), ‘পদ্মভূষণ’ (২০১০) প্রভৃতি। 

Link copied!