• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:০০ এএম
বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস?
শবনম বুবলী, অপু বিশ্বাস ছবি: কোলাজ

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।  অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবে অন্যান্য ব্যস্ততার মাঝে কাটছে তার দিনকাল। নিয়মিত ভিন্ন রূপ-সাজে নিজেকে মেলে ধরছেন। সেসব ছবি, ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রেকাশ করে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে। শুক্রবার (২১ মার্চ) অপুকে ফটোশুটে  দেখা গেল নতুক এক রূপে।

তার পরনে কালো রঙের পোশাক। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কাজলমাখা চোখের দৃষ্টি অজানায় গিয়ে থমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় অপু বিশ্বাসকে। অভিনেত্রী এসব ছবির ক্যাপশনে লেখেন “ড্রামা কুইন না হয়ে, ডিভা কুইন হও।”

অপু বিশ্বাসকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি এই ক্যাপশন নিয়েও চলছে সমালোচনা।

“যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক-রতন”,  আজকাল এই প্রবাদের মতো নেটিজেনরাও প্রতিনিয়ত ‘ছাই’ উড়াইয়া দেখার চেষ্টায় মত্ত থাকেন। অর্থাৎ অপুর এই বক্তব্যকে ‘রহস্যময়’ মনে করছেন তারা। প্রশ্ন উঠেছে, এই খোঁচা কাকে দিলেন অপু?

শুক্রবার ছিল বুবলী-শাকিবের পুত্র শেহজাদের জন্মদিন। শাকিবের সঙ্গে তোলা শেহজাদের ছবি বুবলী তার ফেসবুকে পোস্ট করেছেন। তা স্মরণ করে ফাতেমা ইসলাম নামে একজন লেখেন, “সতিনের পোস্ট দেখে উনার আর সহ্য হইতেছে না। ক্যাপশনটা সতিনকে নিয়ে দিছে। কি হিংসুটে বাবারে বাবা!”

নুসরাত লেখেন, “ছোট এক বাচ্চার পিকচার তার বাবার সাথে দেখে শরীরে এত জ্বালা ধরে গেছে…।”

সাদিয়া নামে একজন লেখেন, “বুবলী পোস্ট দিয়েছেন, উনারও দেওয়া লাগবেই।” খালেদা লেখেন, “আপনি ড্রামা কুইন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অপুর পোস্টের কমেন্ট বক্সে।

এ নিয়ে নানা ধরনের চর্চা চললেও বুবলী কিংবা অপু কেউই আলাদা করে কোনো বক্তব্য দেননি।  

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরে চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই। 

Link copied!