চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে ভালোবাসা মানে ‘সম্মান আর বিশ্বাস’। তিনি মনে করেন যেকোন সম্পর্ক টিকে থাকে শুধু মায়ায়।
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে সম্পর্ক টিকে থাকার কারণ হিসেবে অপু বিশ্বাস বলেন, ‘‘মায়া এমন একটি জিনিস সংসার জীবন হোক, সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক কিংবা যেকোন সম্পর্ক যার প্রতি মায়া সৃষ্টি হয়, সে যেখানে যতদূরেই যাক না কেন তার প্রতি চোখ, ভালোলাগা, অ্যাটাচমেন্টটা থাকবেই।

দীর্ঘদিন সিনেমায় নেই অপু বিশ্বাস। তিনি বর্তমানে ফ্যাশন ফটোশ্যুটে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপু বিশ্বাসের হালের লুক রয়েছে নেটিজেনদের আলোচনায়। অপুর ভক্তরা আশা করছেন, খুব তাড়াতাড়ি সিনেমায় ফিরবেন তাদের প্রিয় নায়িকা।