২০১৭ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবি ‘বড় ছেলে’। এ টেলিছবিতে মেহজাবীনের সঙ্গী চিলেন অপূর্ব। মজার খবর হলো ৭ বছর আগে মুক্তি পাওয়া টেলিছবি নিয়ে এখনও আপ্লুত এ অভিনেত্রী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মেহজাবীন তার ফেসবুকে লিখেছেন, ‘বড় ছেলে’র সাত বছর হয়ে গেল। আমি এখনও একই পরিমাণ ভালোবাসা পেয়ে যাচ্ছি। এই নাটকটি আমার ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে। আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।’
মেহজাবীন আরও লিখেছেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সারা জীবনের এই সুন্দর উপহারের জন্য মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ।”
ভক্ত-অনুরাগীরা মেহজাবীনের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
হানিফ উদ্দিন সরদার নামে একজন লিখেছেন, ‘আমি এই নাটকটা দেখছিলাম, দেখতে দেখতে কখন জানি কান্না করে দিয়েছি।’
মোহাম্মদ সাব্বির হোসেন লিখেছেন, ‘আমার জীবনে নাটক দেখা শুরু হয়েছে ‘বড় ছেলে’ নাটকটা দেখে।’
রতন লিখেছেন, ‘এই নাটকটা খুবই ভালো লাগে আমার কাছে।’
জাবেদ হোসেন নামে আরেকজন লিখেছেন, ‘আসলে এই নাটকটা যত দেখি ততই দেখতে মন চায়।’
‘বড় ছেলে’ টেলিছবিতে অপূর্ব-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন খালেকুজ্জামান, শেলী আহসান, গোলাম রাব্বানী মিন্টু, বাশার বাপ্পী , শান্তা রহমানসহ আরও অনেকে।
সেই সময় প্রকাশের অল্প দিনের মধ্যেই দর্শক ভিউতে ইউটিউবে নতুন রেকর্ড তৈরি করেছিল ‘বড় ছেলে’। এরপর অপূর্ব ও মেহজাবীন জুটি বেঁধে ‘ব্যাচ নম্বর ২৭ পার্ট টু’, ‘ছায়াছবি’, যদি তুমি বলো’, ‘অবশেষে অন্য কিছু’, ‘প্রাণ প্রিয়’সহ অনেক কাজ করেছেন। কিন্তু পরের কোনো কাজই ‘বড় ছেলে’র জায়গা নিতে পারেনি দর্শকের কাছে।
এদিকে রবিউল আলম রবির ওয়েব ফিল্ম ‘ফরগট মি নট’ বুধবার মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী ।