• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

আঙুল দিয়ে দেখিয়ে আনোয়ারার জিজ্ঞাসা, ‘কে এই বেয়াদব মেয়েটা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৩৭ এএম
আঙুল দিয়ে দেখিয়ে আনোয়ারার জিজ্ঞাসা, ‘কে এই বেয়াদব মেয়েটা’
আনোয়ারা বেগম ও মাসুমা রহমান তানি। ছবি: কোলাজ

এফডিসির এমডির মাসুমা রহমান তানির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে সঙ্গে নিয়ে বিভিন্ন শুটিং ফ্লোর ও সমিতি ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।

এ সময় উপদেষ্টার সামনে শিল্পী সমিতিতে গুণী কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে অসম্মানের অভিযোগ উঠেছে বিতর্কিত এমডি মাসুমা রহমান তানির বিরুদ্ধে। জানা গেছে, বিএফডিসির বিতর্কিত নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির আচরণে ক্ষিপ্ত হয়ে নন্দিত অভিনেত্রী আনোয়ারা উপস্থিত সহকর্মীদের কাছে তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে জানতে চান- ‘কে এই বেয়াদব মেয়েটা’। 

বিষয়টা সিনিয়র সাংবাদিকদের কানে পৌঁছাতেই প্রথম সরব হন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে এফডিসির এমডির সমালোচনা করেন সাংবাদিকরা। পরে সিনিয়র-জুনিয়র সহকর্মীদের কানে যেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দায় সরব হন শোবিজের সকলে।

নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি লেখেন, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একবার আজীবন সম্মাননা প্রাপ্ত সিনিয়র অভিনেত্রী আনোয়ারার সাথে বেয়াদবি করেছে ফ্যাসিবাদের দোসর ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম চলচ্চিত্রের নির্মাতা যুবলীগের সেক্রেটারি নিখিলের ঘনিষ্ট, এফডিসির বিতর্কিত এমডি মাসুমা রহমান তানি।

আনোয়ারার নখের যোগ্য যে নয় তার এত বড় সাহস হয় কি ভাবে একজন সিনিয়র শিল্পীর সাথে বেয়াদবি করার? আনোয়ারাসহ সকল সিনিয়র চলচ্চিত্র কর্মীদের রক্ত পরিশ্রমে এফডিসির প্রতিটি ইট তৈরি হয়েছে। এফডিসিতে কোন অর্বাচীনকে মেনে নেয়া হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই নায়ক বলেন, ফ্যাসিবাদের দোসর অযোগ্য এই এমডিকে বরখাস্ত করে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে আপনি ভূমিকা রেখে জুলাই বিপ্লবের মাধ্যম অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে বলিষ্ঠ অবদান রাখবেন।

বরেণ্য পরিচালক কাজী হায়াৎ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মাসুমা তানিকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, তবে এফডিসির এমডি হওয়ার পর তাকে জেনেছি- এক দুটো সিনেমা বানিয়েছেন, তবে সেগুলো উল্লেখ করার মতো কিছু না। এমডি সন্তানের বয়সী।

 নিয়োগ পাওয়ার পর থেকেই অনেক বিতর্ক শুনছি। নতুন করে কানে এলো কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে এমডি তানির অসদাচরণের অভিযোগ। খারাপ লাগলো। বয়স হয়ে গেলে বোধহয় এভাবেই অসম্মানিত হতে হয়। আর অসম্মান করতে পারাটাই বড় পদের যোগ্যতা। কিন্তু এমডি তানিকে বলতে চাই আপনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এটা কোনোভাবেই মানা যায় না।

জ্যেষ্ঠ শিল্পী আনোয়ারাকে অসম্মান করায় নিন্দা প্রকাশ করেছেন চলচ্চিত্রের একাধিক সিনিয়র-জুনিয়র শিল্পী। তারা বলছেন, গুণী অভিনেত্রী আনোয়ারাকে অসম্মান করার অধিকার কারো নেই। আনোয়ারা একটা ইনস্টিটিউট। তাকে অসম্মান করা মানে পুরো চলচ্চিত্রের মানুষদের অসম্মান করা। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তবে আনোয়ারাকে অসম্মান করার অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির এমডি মাসুমা তানি।

বিতর্কিত এফডিসির এমডি অপসারণের দাবিতে অটল ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠন। গত ২৩ ফেব্রুয়ারি এফডিসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় সংগঠনটি। এরপর বিতর্কিত মাসুমা রহমান তানির অপসরণের দাবিতে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন, যা অব্যাহত রয়েছে। শিগগিরই সংগঠনটি নতুন কর্মসূচির ঘোষণা করবেন বলে জানা গেছে।

যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের আশীর্বাদপুষ্ট মাসুমা রহমান তানি একটি মাত্র সিনেমা নির্মাণ করেছেন। সেই সিনেমা নিয়েও রয়েছে নানা বিতর্ক। তিনি শেখ মুজিবকে নিয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্য নির্ভর ওই সিনেমার নাম ‘চল যাই’। এফডিসির এমডি পদে নিয়োগ পাওয়ার পর বিতর্কে জড়ালে ইউটিউব থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমাটি সরিয়ে নেন মাসুমা তানি। 

Link copied!