বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণে মারার নতুন করে হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি । মুম্বাই ট্রাফিক পুলিশের একটা হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হুমকি মেসেজ আসে। যেখানে সালমানের থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়।
সেই মেসেজে নাকি লেখা ছিল, ‘বিষয়টা হালকাভাবে নেবেন না, যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।’ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
এদিকে এম হুমকিতে সালমানের পরিবারসহ চিন্তিত কিংবদন্তি সংগীতশিল্পী অনুপ জলোটাও। মৃত্যুর হুমকিতে সালমান খানের জীবন বাঁচাতে বিশেষ অনুরোধ করলেন জনপ্রিয় গজল শিল্পী অনুপ জলোটা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গে মনের কথা জানান অনুপ। ১৯৯৮ সালে সিনেমার শুটিংয়ের ফাঁকে ভারতের রাজস্থান রাজ্যের জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার জেরে এখনও বিষ্ণোই সম্প্রদায় সালমানের উপরে চটে রয়েছে।
অনুপ বলেন, ‘কে কাকে হত্যা করেছে, কেন করেছে, সেসব বিচার করার সময় এটা নয়। মাথায় রাখতে হবে, সালমানের কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে এই ঘটনার জেরেই খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন দু’পক্ষের সমস্যাটা কীভাবে মেটানো যায়, সেটা ভাবতে হবে।’
অনুপের মতে, পরিস্থিতি ঠান্ডা করতে হলে, সালমানের জীবন বাঁচাতে হলেআপাতত ক্ষমা চেয়ে নেওয়া উচিত।
তিনি বলেন, ‘আমি সালমানকে অনুরোধ করব, নিজেকে ও পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। আমার বিশ্বাস, ওরা (বিষ্ণোই সম্প্রদায়) ওর ক্ষমা প্রার্থনা মেনে নেবেন।’
এর ফলে সালমান ভবিষ্যতে একটি সুস্থ জীবনযাপনের পথ খুঁজে পাবেন বলেই মনে করছেন অনুপ। তার কথায়, ‘ও কৃষ্ণসার হরিণ হত্যা করেছিল কি না, সেটা বিচার করার সময় এটা নয়। ওর ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’