• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

সাইফুল বারী গীতিকথায় শফি মন্ডলের ‘অন্তরকাবা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৫:২৭ পিএম
সাইফুল বারী গীতিকথায় শফি মন্ডলের ‘অন্তরকাবা’
ছবি: সংগৃহীত

গানের জগতে নতুন সংযোজন ‘অন্তরকাবা’। গীতিকবি সাইফুল বারীর কথায় গানটি গেয়েছেন লোকগানের খ্যাতিমান কণ্ঠশিল্পী বাউল শফি মন্ডল এবং  সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাফিজ বাউলা।

সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে ‘সুর বাংলা’ ইউটিউব চ্যানেলে। সাইফুল বারী বলেন, ‘অন্তরকাবা’ মানে আমার আত্মার কবিতা। এই গানে প্রত্যেক শব্দ জীবনের কথা বলে।

শফি মন্ডল বলেন, এত হৃদয় ছোঁয়া কথা আর সুর খুব কম গানে পাই। এই গান আমার গায়ক জীবনের স্পেশাল সংযোজন।

হাফিজ বাউলা বলেন, কথার গভীরতাকে সুরে ধারণ করতে গিয়েই আমার সংগীতায়োজন করা। গানটি সবার মনে জায়গা করে নিক এই কামনা।

Link copied!