হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আক্রান্তের পরিবারকে আল্লু অর্জুন, তার ছবির নির্মাতা ও প্রযোজনা সংস্থা মিলে দুই কোটি রুপি আর্থিক সাহায্যের কথা ঘোষণা দেন। বুধবার (২৫ ডিসেম্বর) হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে আহত শিশুকে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতার বাবা আল্লু অরবিন্দ।
গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, শিশুটির পরিবারকে এক কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লুর পরিবার। ছবির নির্মাতা সুকুমার ৫০ লাখ রুপি ও প্রযোজনা সংস্থা দেবে ৫০ লাখ। সব মিলিয়ে মোট দুই কোটি রুপি দেওয়া হবে আক্রান্তের পরিবারকে।
তবে এদিকে আইনি কারণে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না আল্লু। যার কারণ আক্রান্তের পরিবারের হাতে টাকা তুলে দেবেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারপারসন দিল রাজু।
৪ ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন ৩৫ বছরের রেবতী। তার সঙ্গে ছিলেন স্বামী ভাস্কর ও ৯ বছরের ছেলে সাই তেজ। এদিন রাতে শো চলাকালে আল্লু অর্জুন হঠাৎই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। আর তখন এই দক্ষিণি তারকাকে দেখার জন্য দর্শকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হলে প্রেক্ষাগৃহের মধ্যে একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিল। আর তখন পদপিষ্ট হয়ে রেবতীর মৃত্যু হয়। তার ছেলে সাই তেজ গুরুতর আহত হয়ে ২১ দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে মঙ্গলবার জ্ঞান ফিরে। এখনো চিকিৎসাধীন।
ঘটনার পরেই গ্রেপ্তার হন অভিনেতা। যদিও পরদিনই তাকে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট।
তবে শিশুটির বাবা জানিয়েছেন, ঘটনার পরদিন থেকেই তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লু। ছেলের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন।