• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফুলেল শুভেচ্ছায় সমাহিত হলেন অঞ্জনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:২৮ পিএম
ফুলেল শুভেচ্ছায় সমাহিত হলেন অঞ্জনা
এফডিসিতে অঞ্জনাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। ছবি: ভিডিও থেকে

রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হলো চিত্রনায়িকা অঞ্জনাকে। এর আগে দুপুরে তার মরদেহ প্রিয় কর্মস্থল বিএফডিসি এবং চ্যানেল আই ভবনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে সমাহিত করা হয় বরেণ্য এই অভিনেত্রীকে। 

বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই নায়িকাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।

অঞ্জনা রহমান ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি তিনবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।  

এ ছাড়া মোহনা (১৯৮৩), পরিণীতা (১৯৮৬) এবং রাম রহিম জন (১৯৮৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনবার বাচসাস পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর (১৯৭৬)। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Link copied!