আসছে জানুয়ারিতে হতে যাওয়া দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও গায়ক অঞ্জন দত্ত। কলকাতার এই শিল্পী উৎসব চলাকালে ২৭ জানুয়ারি সন্ধ্যায় একটি মাস্টার ক্লাস করাবেন। মাস্টারক্লাসের পর তার সঙ্গীত সন্ধ্যা করারও কথা রয়েছে। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পেইজে এসব তথ্য প্রকাশ করা হয় সোমবার (২০ নভেম্বর)। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অঞ্জন দত্তের মাস্টারক্লাসটি সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
চলচ্চিত্রের জগতে অঞ্জন দত্তের যাত্রা শুরু হয় উপমহাদেশের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের হাত ধরে। অভিনয়ের পাশাপাশি এসময় তিনি চিত্রনাট্যও রচনা করেন মৃণাল সেনের জন্য। পরে জীবনমুখী গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অঞ্জন দত্ত। মুখে মুখে ফেরা গানের স্রষ্টা অঞ্জন দত্ত একসময় নিজেকে নিয়োজিত করেন নির্মাণেও। ঢাকা চলচ্চিত্র উৎসবে তিনি আসছেন মৃণাল সেনের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে। ১৯২৩ সালে মৃণাল সেন জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুরে।
অঞ্জন দত্ত ছাড়াও ২৭ জানুয়ারি মাস্টার ক্লাস নেবেন ইরানের প্রখ্যাত চিত্রপরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক মাজিদ মাজিদি। একইদিন আরো একটি মাস্টারক্লাস নেবেন সাংহাই ভিত্তিক চলচ্চিত্র পণ্ডিত ও অধ্যাপক ডক্টর শি চুয়ান। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদ প্রকাশকে জানান, মাস্টারক্লাসগুলোর রেজিস্ট্রেশন শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে। উৎসবের ফেসবকু পেইজ ও সাইটেই সব নিয়মকানুন দেওয়া থাকবে বলেও জানান তিনি।
২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, শেষ হবে ২৮ জানুয়ারি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশটি চলচ্চিত্র। ২০২৪ সালের এই উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উৎসব চলাকালে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে আলিয়ঁস ফ্রসেইজ, বাংলাদেশে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে।
১৯৯২ সাল থেকে “নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ” স্লোগানকে সামনে রেখে, নিয়মিত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। এই সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।