• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসছে এমি-আমীনের গানচিত্র ‘মনের বারণ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:১৫ পিএম
আসছে এমি-আমীনের গানচিত্র ‘মনের বারণ’

এমি জান্নাত লেখালেখি, সাংবাদিকতার পাশাপশি বিভিন্ন বহুমুখী কাজের সঙ্গে জড়িত। এবার নিজের লেখা গানের মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে তিনি আত্মপ্রকাশ করছেন। আসছে তার নিজের লেখা গান ‘মনের বারণ’-এর গানচিত্র (মিউজিক ভিডিও)। এতে মডেল হিসেবেও রয়েছেন তিনি। তার সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে রয়েছেন কবি ও সাংবাদিক আল আমীন।  

প্রথমবার পরিচালনায় আসার অনুভূতির কথা জানতে চাইলে এমি বলেন, “যেকোনো ভালো কিছুর শুরুর অনুভূতিটা সব সময় অন্যরকম হয়। সেক্ষেত্রে নিজের লেখা লিরিকে মিউজিক ভিডিও পরিচালনার অনুভূতিটাও সত্যিই অনেক আনন্দের।”

মডেল হিসেবে এর আগে কাজ করলেও গীতিকার হিসেবেও এটাই তার প্রথম কাজ। ভবিষ্যতেও গান নিয়ে কাজ করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে এমি বলেন, আরও কিছু লিরিক আছে। ইতিবাচক সাড়া পেলে সামনে সেগুলো নিয়ে কাজ করব এবং আরও লিরিক লিখবো আশা করি।

তিনি বলেন, সামান্য কিছু কাজ বাকি আছে। এরপরই রিলিজ পাবে গানটি। আশা করছি শিগগিরই সবাই দেখতে পাবেন আমার ‘মনের বারণ’।

নিজের অভিনয়ে নিজের ডিরেকশনের অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে এমি বলেন, সত্যি বলতে চ্যালেঞ্জিং। কারণ নিজের ভেতর থেকে এক্সপ্রেশন বের করে আনার পাশাপাশি কো-আর্টিস্টকে বোঝানো। একটু চাপ তো ছিলই। তবে টিমের আন্তরিক সহযোগিতা পেয়েছি। যেটা ছাড়া এই কাজটা এত সুন্দরভাবে করা কখনোই সম্ভব ছিল না। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। বাকিটা দর্শক বলবেন।

‘মনের বারণ’ সম্পর্কে তিনি বলেন, আসলে পুরো গানটি স্যাড-রোমান্টিক কম্বিনেশনে লেখা। সেখানে লিরিকে মনের বারণ দিয়ে কিছু অনুভূতি বোঝানো হয়েছে। এভাবেই নামটা দেওয়া।

এ গানের আরেক মডেল আল আমীন বলেন, “ক্যামেরার সামনে এর আগে শর্টফিল্মে অভিনয় বা নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করলেও গানচিত্রে এবারই প্রথম। কাজটি করতে পেরে ভালোই লেগেছে। বাকিটা দর্শকরা বলবেন।”

‘মনের বারণ’ গানটি গেয়েছেন এবং সুর করেছেন তানিম হায়াত খান রাজিত। তিনি বলেন, স্যাড রোমান্টিক গানটি দারুণ করে লিখেছেন এমি জান্নাত। স্যাড লিরিক হলেও একটু রিদমিক সুর করেছি মেলোডিটা ধরে রেখে। আমার মনে হয় এমি জান্নাতের লেখা আমার গাওয়া গানটি শ্রোতাপ্রিয় হবে, এটাই আমার আশা।

দেশের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর ও গিটারিস্ট সজীব দাস ‘মনের বারণ’ গানটির সংগীতায়োজন করেছেন। মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফি ও ফটোগ্রাফিতে রয়েছেন শেখ সাদী।

Link copied!