প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন । তিনি ছিলেন একাধারে নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক। শনিবার (১৪ ডিসেম্বর) বরেণ্য এ চলচ্চিত্রকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী । ২০১৮ সালের এই দিনে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী পরিচালক। এ ছাড়া আরও ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। সাহিত্য রচনার জন্য এই নির্মাতা ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুই বার অগ্রণী শিশুসাহিত্য পুরস্কার এবং ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আরও রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।
আমজাদ হোসেন ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সাহিত্যানুরাগী। কিশোর বয়স থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। ক্লাস থ্রিতে প্রথম ছড়া লেখেন, যা প্রকাশ হয়েছিল ‘আজাদ’ পত্রিকায় শিশুদের পাতায়। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন ।
সিনেমায় তার কাজের শুরুটা ছিল মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি অভিনয় করেন মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ ছবিতে। গীতিকার আমজাদ হোসেনের জনপ্রিয়তাও আকাশচুম্বী । তার লেখা গানের মধ্যে ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আমি আছি থাকব ভালোবেসে মরব’, ‘হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে গো’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘বাবা বলে গেল আর কোনো দিন গান কোরো না’, ‘এমন তো প্রেম হয়’ উল্লেখযোগ্য।
আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে আমজাদ হোসেনের বিখ্যাত সিনেমা ‘ভাত দে’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, আনোয়ারা, আঁখি আলমগীর, জাহানারা ভূঁইয়া, টেলি সামাদ, আখতার হোসেন প্রমুখ।
কালজয়ী এই সিনেমাটি ৯টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ বছর সিনেমাটি মুক্তির চার দশক পূর্ণ করছে।