• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অমিতাভ-রণধীর ধ্বস্তাধ্বস্তি, কারিনার চিৎকার, কেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৪ পিএম
অমিতাভ-রণধীর ধ্বস্তাধ্বস্তি, কারিনার চিৎকার, কেন?
অমিতাভ বচ্চন, কারিনা কাপুর, রণধীর কাপুর । ছবি: কোলাজ

বহুদিন পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং কারিনার বাবা রণধীর কাপুর একসঙ্গে সিনেমার শুটিং করছিলেন। কিন্তু কারিনা কাপুরের জন্য বাধ্য হয়ে কিছুক্ষনের জন্য সেই শাটিং বন্ধ করতে হয়েছিল। আটের দশকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‍‍`পুকার‍‍`। এটা সেই ছবির শুটিংয়ের গল্প।

চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে রণধীর কাপুরকে মারবেন অমিতাভ বচ্চন। এবং পরিচালকের নির্দেশ অনুযায়ী ঠিক সেটাই করছিলেন অমিতাভ। ভারতের গোয়ায় চলছিল‌ শুটিং। সেটে শুটিং দেখতে সেই সময় নিজের মায়ের সঙ্গে হাজির হয়েছিলেন ছোট্ট কারিনা কাপুর। ‌

শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। অমিতাভ-রণধীরের সেই ধ্বস্তাধ্বস্তির অভিনয়কে সত্যি বলেই ধরে নিয়েছিলেন কারিনা। ভেবে বসেছিলেন তার বাবাকে ভীষণ পেটাচ্ছেন অমিতাভ। স্বাভাবিক প্রবৃত্তিতেই বাবাকে বাঁচাতে  চিৎকার কাঁদতে কাঁদতে সেটের মায়ের কোল থেকে নেমে পড়েছিলেন  ছোট্ট কারিনা। হাজার চেষ্টাতেও থামানো যাচ্ছিল না তার কান্না। উপায় না দেখে খানিকক্ষণের জন্য বন্ধ রাখতে হয় শুটিং। এরপর অমিতাভ এসে আদর করে কারিনাকে বোঝান যে এসব কিছুই সত্যি সত্যি হচ্ছে না। তাকে সঙ্গ দেন কারিনার বাবা তথা অভিনেতা রণধীর কাপুরও।

মজার এই ঘটনার কথা সামাজিক মাধ্যমে একবার মজা করেই বলেছিলেন অমিতাভ নিজের ব্লগে। সঙ্গে তার একটি সাদা-কালো ছবি পোস্ট করে এই ঘটনা নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‍‍`বিগ বি‍‍`। জানিয়েছিলেন কিভাবে ছোট্ট কারিনার পা ধুয়ে তাকে আদর করে গোটা বিষয়টা তিনি বুঝিয়েছিলেন। মজা করে অমিতাভ লিখেছিলেন, ‘সেই সময় কারিনা মনে মনে হয়তো আমাকে আস্ত একটা শয়তান ভেবে নিয়েছিল’।

অভিনেত্রী হওয়ার পর অমিতাভ বচ্চনের সঙ্গে ‍‍`কভি খুশি কভি ঘম‍‍`, ‍‍`দেব‍‍`, ‍‍`পুকার‍‍`-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন কারিনা।

Link copied!