প্রতারণার মামলায় বলিউডের নায়িকা আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাঁচির একটি আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাঁচির সিভিল কোর্ট প্রতারণার মামলায় আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। তবে এ নিয়ে আমিশা প্যাটেল ও তার ব্যবসায়ীক পার্টনারের কোনো বক্তব্য জানা যায়নি।
সংবাদমাধ্যমটির ভাষ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে মামলা করেন। কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা-ক্রুনাল। তাদের আইনজীবীদেরও আদালতে দেখা যায়নি। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও জানা যায়, এবারই প্রথম নয়, এর আগেও ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে দুটি চেকই বাউন্স করে। এরপর ১০ লাখ রুপি চেক জালিয়াতির অভিযোগ উঠেছিল। তখন অবশ্য বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়নি।