গল্প চুরির অভিযোগ আমির-কিরণের বিরুদ্ধে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৫৯ পিএম
গল্প চুরির অভিযোগ আমির-কিরণের বিরুদ্ধে
‘লাপাতা লেডিজ’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আমির-কিরণে ‘লাপাতা লেডিজ’ এবার নতুন বিতর্কের মুখে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, অভিযোগ উঠেছে, সিনেমাটির মূল ভাবনা ও বেশ কিছু দৃশ্য ২০১৯ সালে মুক্তি পাওয়া ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত।
গত বছরের অক্টোবর মাসে পরিচালক কিরণ রাও এবং প্রযোজক আমির খান আন্তর্জাতিক দর্শকদের জন্য ছবির প্রচার শুরু করেন। ‘লাপাতা লেডিজ’ মুক্তির পর প্রশংসা কুড়ালেও, এবার নেটিজেনদের একাংশ দাবি করছে, ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত ‘বোরখা সিটি’-এর সঙ্গে সিনেমার গল্পের বেশ কিছু অংশের মিল রয়েছে। এমনকি কিছু দৃশ্য নাকি হুবহু অনুকরণ করা হয়েছে। এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

তবে এটি প্রথম নয়। এর আগে ভারতীয় পরিচালক মহাদেবন দাবি করেছিলেন, তার চলচ্চিত্র ‘ঘুঙ্গট কে পট খোল’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাপাতা লেডিজ’ নির্মিত হয়েছে। যদিও কিরণ রাও তখন এই অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মহাদেবনের কাজ দেখেননি।

‘লাপাতা লেডিজ’ মূলত পিতৃতন্ত্রের বেড়াজাল ও নারীর ক্ষমতায়ণের বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে। একই ধরনের ভাবনা দেখা যায় আগের দুই সিনেমাতে। তবে নতুন এই অভিযোগ নিয়ে কিরণ রাও বা আমির খান এখনো কোনো মন্তব্য করেননি। তাদের নীরবতাই এখন প্রশ্ন তুলছে দর্শক মহলে।

Link copied!