দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন । তার অভিনীত নতুন সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সিনেমাটি মুক্তি উপলক্ষে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে মামলায় জড়ালেন নায়ক আল্লু অর্জুন।
ভারতীয় গণমাধ্যমের খবর, চিক্কদপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ওই নারীর পরিবার।
‘পুষ্পা টু’ মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২৬০ কোটি রুপি। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে অনেক বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিলো অনেক বেশি। যার প্রমাণ মিলেছে প্রিমিয়ার শোতে। কিন্তু দর্শক ভক্তদের উন্মাদনা থেকেই তৈরি হয়েছে এক হৃদয়বিদারক ঘটনা।
ভারতের হায়দ্রাবাদে ‘পুষ্পা ২’-সিনেমার প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক নারীর। নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন পুষ্পা ২ সিনেমার নায়ক আল্লু অর্জুন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে, মূল ঘটনার দুইদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করেন আল্লু। ভিডিওবার্তায় আল্লু অর্জুন জানিয়েছেন তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেই সঙ্গে নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রায় ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২। তার আগে বুধবার রাতে হায়দ্রাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’এ ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো। আল্লু অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন।
তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত হয় ৩৫ বছরের এক নারীর। তার সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। এখনও হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দ্রাবাদের পুলিশ।
শুক্রবার ( ৬ ডিসেম্বর) অল্লু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘সন্ধ্যা থিয়েটারের দুর্ভাগ্যজনক ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারের প্রতি অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি। এই দুঃখে তারা একা নন। আমি যাবো তাদের সঙ্গে দেখা করতে। তাদের যেকোন সাহায্য করতে আমি প্রস্তুত।’’
এর সঙ্গে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন এই নায়ক। ওই বার্তায় তেলুগু ভাষায় তিনি বলেন, ‘‘আমরা সিনেমা বানাই, যাতে মানুষ হলে গিয়ে সেই সিনেমা দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে। বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই কাজ। কিন্তু তা করার সময় আরও সতর্ক এবং আরও সাবধান হতে হবে।’’ ভক্ত এবং সিনেমাপ্রেমীদের কাছেও একই অনুরোধ করেছেন অভিনেতা।
বুধবারের ঘটনার প্রেক্ষিতে অল্লু, তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিম এবং সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের আয়োজন সম্পর্কে পুলিশের কাছে সঠিক তথ্য ছিল না বলে অভিযোগ। এমনকি, সন্ধ্যায় থিয়েটারে যে রাতে আল্লু উপস্থিত থাকবেন তা-ও পুলিশকে জানানো প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অভিনেতার পর্যাপ্ত নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ করেছে পুলিশ।