• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাহরুখের প্রসঙ্গ তুলে জামিন পেয়েছেন আল্লু অর্জুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:১৭ এএম
শাহরুখের প্রসঙ্গ তুলে জামিন পেয়েছেন আল্লু অর্জুন
আল্লু অর্জুন,শাহরুখ খান। ছবি: কোলাজ

ভারতের হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দক্ষিণ ভারতের সুপাস্টার আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে এবং গ্রেপ্তার করা হয় দক্ষিণী অভিনেতাকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাকে।

তবে এই জামিন নিয়ে কথা উঠেছে বালউড বাদশা শাহরুখ খানের  প্রসঙ্গ তুলে জামিন পেয়েছেন দক্ষিনা সুপারস্টার আল্লু অর্জুন। বাস্তব জীবনে শাহরুখের উদাহরণ টেনেই এ যাত্রা রক্ষা হলো আল্লু অর্জুনের। শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে কিং খানের প্রসঙ্গ তুলে ধরেই জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আল্লু। এমন ‘নাটকীয় পট পরিবর্তন’ নিয়ে চর্চার শেষ নেই!

তবে মজার বিষয় হচ্ছে, এদিন দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভূতভাবে জুড়ে গেছে শাহরুখ খানের নাম। কিন্তু সেটা কীভাবে সম্ভব? বিষয়টি খোলসা করা যাক।

অতীতে শাহরুখ খানও একবার এরকমই এক মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সময়টা ছিল ২০১৭ সালের জানুয়ারি মাস। সে সময়ে ‘রইস’ সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান।

ভদোদরায় শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল। সেই জণসমাগমকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুঁড়ে দিয়েছিলেন। আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ির সৃষ্টি হয়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক ভক্তের। যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়।

শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ খান সেলিব্রেটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত।

সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আল্লু অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণী সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান।

সেখানে লেখা ছিল, ‘পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নীচতলায়।’

আইনজীবী আরও জানান, ‘রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন আসছেন, সে খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনও তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি।’

শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায়, ‘আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব।’ এরপরই ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।
 

Link copied!