• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পরী-সাদীর নতুন পোস্ট ঘিরে যত জল্পনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৭:২৪ পিএম
পরী-সাদীর নতুন পোস্ট ঘিরে যত জল্পনা
চিত্রনায়িকা পরীমনি ও গায়ক শেখ সাদী। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি এবং তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। তাদের প্রেমের গুঞ্জন শোনা দিয়েছে বার-বার। তবে তারা কেউই প্রেমের বিষয়টা শিকার করেনি। কিন্তু দুজনের সম্পর্কের সমীকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে সময় কাটানোর একাধিক ছবি ও ভিডিও বহুবার চোখে পড়েছে ভক্তদের। কখনও সাদীর মায়ের বানানো পিঠার ভিডিও পোস্ট করে, আবার কখনও ফেসবুকে ভালোবাসায় ভরা মন্তব্য করে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন পরীমণি। এবার শোনা যাচ্ছে দুই তারকার সম্পর্ক ভেঙে গেছে।  

তবে গত কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন এই সম্পর্ক বুঝি আর আগের মতো নেই। দুজনের কাছাকাছি সময়ে করা ফেসবুক পোস্ট সেই জল্পনাকেই আরও ঘনীভূত করেছে। পরীমনি  লিখেছিলেন ‘ব্ল্যাকমেলার’ কালো ব্যাকগ্রাউন্ডে। অন্যদিকে শেখ সাদী দিয়েছেন তিনটি ডট (...) চিহ্ন। এই দুই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

সাদীর পোস্টে কেউ লিখেছেন সম্পর্কে শেষ করার কথা। আবার কেউবা প্রশ্ন করেছেন কীসের ইঙ্গিত দিলেন গায়ক।  

পরীমনি যদিও নিজের পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছেন, তবুও অনেকে তার পোস্ট শেয়ার করে সাদীকে ট্যাগ করে নানা মন্তব্য করছেন।

যদিও বিষয়টি নিয়ে পরীমনি ও সাদী কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তাদের মধ্যে মান–অভিমান চলছে। কেউ কেউ মনে করছেন, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যেতে পারে। তবে অনেকে আবার বলছেন, এই সম্পর্কের ফাটল এবার চূড়ান্ত বিচ্ছেদে গড়াতে পারে।

সম্প্রতি পরীমনি  তার ছেলেকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছেন। ছেলের সঙ্গে সময় কাটাছে অভিনেত্রীর। ফেসবুকে এমন কিছু ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন, আমার বাজার, তোমার সঙ্গে খুশির জীবন আমার। 

Link copied!