উদিতের চুমু থেকে বাদ যাননি অলকা-শ্রেয়াও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:৩০ পিএম
উদিতের চুমু থেকে বাদ যাননি অলকা-শ্রেয়াও
ছবি: রিপাবলিক ওয়ার্ল্ড

উদিত নারায়ণ। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী। চুমু নিয়ে আলোচনায় রয়েছেন এই শিল্পী। তার চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 

যদিও এ বিষয়ে উদিত নারায়ণ জানান, তার উদ্দেশ্য অসৎ ছিল না। তবে নতুন ভিডিও ভাইরাল হতেই উঠে এসেছে গায়কের একাধিক চুমুকাণ্ড। কখনও অলকা ইয়াগনিক, কখনও আবার শ্রেয়া ঘোষালকেও প্রকাশ্যে চুমু দিতে দেখা যায়।

একদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইছিলেন অলকা ইয়াগনিক। হঠাৎই এসে উদিত নারায়ণ তার গালে চুমু দেন। ঘটনায় অপ্রস্তুত অলকাকে তাড়াতাড়ি সরে যেতে দেখা যায়। ভিন্ন আরও একটি ভিডিওতে অলকাকেই আচমকা চুমু দেন উদিত। গায়িকা যে এমনটি আশা করেননি তা তার অভিব্যক্তিতেই ছিল স্পষ্ট।

আবার বেশ কয়েক বছর আগে ‘জব তক হ্যায় জান’ ছবিতে গান গাওয়ার জন্য সেরা গায়িকার পুরস্কার জিতেছিলেন শ্রেয়া ঘোষাল। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণ। শ্রেয়া মঞ্চে আসতেই উদিত তাকে আচমকাই জড়িয়ে ধরে গালে চুমু দেন। এমন ঘটনায় অপ্রস্তুত হয়েছিলেন শ্রেয়াও। যদিও পরে তিনি হেসে ফেলে পরিস্থিতি সামাল দেন।

এদিকে চুমু নিয়ে নতুন করে ভাইরাল ভিডিও প্রসঙ্গে উদিত নারায়ণ এইচটি সিটিকে বলেন, ‘ভক্তরাই আসলে পাগল হয়ে যান। আমরা এমন নই, আমরা ভদ্র মানুষ। কিছু লোকের এতে উৎসাহ থাকে। তারা এটার মাধ্যমে ভালবাসা প্রকাশ করেন। ভিড়ের মধ্যে এত মানুষ, আমাদের দেহরক্ষীও উপস্থিত। তবে ভক্তরা মনে করেন তারা দেখা করার সুযোগ পাচ্ছেন, তাই কেউ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছেন। কেউ চুমু দিচ্ছেন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

Link copied!