• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘ধিক্কার, আপনাদের কীর্তি শুধু আমিই নই, সারা দেশ দেখেছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০২:৫৫ পিএম
‘ধিক্কার, আপনাদের কীর্তি শুধু আমিই নই, সারা দেশ দেখেছে’
নাজমুন মুনিরা ন্যানসি। ছবি: ফেসবুক থেকে

‘আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদসীমার বাইরে রেখেছেন কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে টুঁ শব্দটি করেন নি! ভবিষ্যৎ এ যার সাথে ছবি দিলে, গুণ বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি ফিকির করছেন - ধিক্কার আপনাদের এ কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুড়ে বালি।’

কোটা  সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতি নিয়ে কথা না বলা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের এই কথা বলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। একই সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি  গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কটাক্ষ করে আরও লেখেন, “বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই তাতে আমি অখুশি নেই। আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিল সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, আমার ওতেই চলবে।’

Link copied!