• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬

চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘স্কাই ফোর্স’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:০৭ পিএম
চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘স্কাই ফোর্স’
অভিনেতা অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

চার দেশে নিষিদ্ধ হয়েছে বলিউড স্টার অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের  চারটি দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত-পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।

সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো।

সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে।

এর আগে হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও রয়েছেন সারা আলি খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন। কিন্তু মুক্তির আগেই এল নিষেধাজ্ঞা।

‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়া এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ (২০২৪) সিনেমাকে মুক্তির অনুমতি দেয়া হয়নি। ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার থ্রি’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল। ২০২২-এ বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে।
 

Link copied!