সম্প্রতি নিজের বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড স্টার সাইফ আলী খান। এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পাশাপাশি অনেক তারকাই মুম্বাইয়ের লীলাবর্তী হাসপাতালে ছুটে যান। যদিও আহত সাইফ আলী খানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি সকলে পাননি।
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায়, সাইফের বিছানার পাশে বসে আছেন কোনো কোনো তারকা। আর এ তালিকায় রয়েছেন, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন সহ অনেকে।
এবার সাইফ আলী খানের পাশে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সাইফের সঙ্গে যেন কথা বলছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। সত্যি কি সাইফকে দেখতে মুম্বাই ছুটে গিয়েছেন শাকিব খান? নাকি প্রযুক্তির জাদু! এ ছবির নেপথ্যের গল্পটা কী?
সাইফ আলী খান হামলার শিকার হওয়ার পর শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন সত্যি সত্যি মর্মাহত এবং উদ্বিগ্ন। কিন্তু এসব তারকাদের কেউই হাসপাতালে গিয়ে সাইফের সঙ্গে দেখা করেননি।
শাকিব খানও মুম্বাই যাননি। তবে আহত সাইফের সঙ্গে শাকিব খানের দেখা করিয়ে দিল এআই! সবগুলো ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা, যা তাদের ভক্তরা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন।
গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সকালে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়। এরপর সাধারণ বেডে স্থানান্তর করা হয় সাইফকে। খুব শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা।