বলিউডের ঠোঁটকাটা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’ সিনেমা নিয়ে। অথচ শুরুতেই ধাক্কা খেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনো উন্মাদনা চোখে পড়েনি।
শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পায় কঙ্গনা সিনেমা ‘তেজস’। ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘তেজস’ মুক্তির প্রথমদিনে বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
নির্মাতা সর্বেশ মেওয়ারা পরিচালিত ‘তেজস’ ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবে এরপরেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ কঙ্গনা।
সিনেমায় ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন, অংশুল চৌহান, বরুণ মিত্র, আশিস বিদ্যার্থী, বিশাক নায়ার প্রমুখ।