• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

শর্মিলা ঠাকুরের সঙ্গে আফসানা মিমির খোলামেলা ‘কথা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৫:৪৮ পিএম
শর্মিলা ঠাকুরের সঙ্গে আফসানা মিমির খোলামেলা ‘কথা’
শর্মিলা ঠাকুর ও অভিনেত্রী আফসানা মিমি। ছবি: চ্যানেল আই সৌজন্যে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শর্মিলা ঠাকুর। তাকে এবার দেখা যাবে চ্যানেল আই এর পর্দায়। তার সাথে খোলামেলা কথা বলেছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসংগ। 

‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে ১৮ ফেব্রুয়ারি রাত ১০.৩০ মিনিটে। 
এছাড়া ১৬ ফেব্রুয়ারি একই অনুষ্ঠানে অংশ নিবেন স্বস্বিকা মুর্খাজী এবং ১৭ ফেব্রুয়ারি অংশ নিবেন মমতা শংকর।

শর্মিলা ঠাকুর কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রীদের একজন। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।  প্রথমবার মৌসম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। 

এছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 

Link copied!