জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক ও নির্মাতা হানিফ সংকেতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। ফেসবুকে এ তথ্য সঞ্চালক নিজেই জানিয়েছেন। একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।
ফেসবুকে এই এ উপস্থাপক লিখেছেন, “সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।”
তিনি আরও লিখেছেন, “আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
আশির দশক থেকে দর্শকদের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন দিয়ে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন পর্দায়। সঙ্গে জুড়ে দেন সচেতনবার্তাও। হানিফ সংকেত একাধারে লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক। তবে ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শক মহলে তারকা উপস্থাপক হিসেবেই খ্যাতি লাভ করেছেন হানিফ সংকেত।