• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

বছরজুড়ে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি


মো. বাবুল
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:১৯ পিএম
বছরজুড়ে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি
বছরজুড়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। রূপে, গুণে, অভিনয়ে অতি অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। বড় পর্দায় পরীর অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এরপর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। এভাবে পরীমনি একে একে নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি।

পরীমনি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পেলেও ব্যক্তিজীবন, স্ক্যান্ডাল, দাম্পত্য জটিলতাসহ নানা কারণে বার বার খবরের শিরোনাম হয়েছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন চিত্রনায়িকা পরীমনি। লিখেছেন, কথা বলেছেন সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয় নিয়েও।

বিয়ে বিচ্ছেদ, মামলা, নানার মৃত্যু, অসুস্থতাসহ ব্যক্তিজীবনের নানা ঝড়ের ধাক্কা সামলে শোককে শক্তিতে পরিণত করতে পরীমনি ২০২৪ সাল শুরু করেছিলেন নতুন উদ্যমে। শুরুতেই ১৯ জানুয়ারি মুক্তি পাওয়া তার অভিনীত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ সিনেমা প্রশংসিত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশিত হয় জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ শিরোনামের অ্যান্থলজি ফিল্ম। আলোচনায় থাকা এই ফিল্ম নতুন অভিজ্ঞতা দেয় চিত্রনায়িকাকে।

ছেলের জন্মদিন পালন।

আবার বছর শেষে মুক্তি পাওয়া অনম বিশ্বাসের বহুল আলোচিত ওয়েব সিরিজ পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ ব্যাপক প্রশংসিত হয়। যে কারণে ২০২৪ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবে দেখছেন পরীমনি। অনেক ভেবেচিন্তে পা ফেলেছেন বছরের শুরু থেকেই। চিত্রনায়িকা বলেন, “এ বছর অনেক চিন্তা করে কাজ করেছি। ভুল করতে চাইনি। কাজের প্রস্তাব অনেক এসেছে, কিন্তু করিনি।”

২০২৪ সালের সিনেমা নিয়ে পরীমনি যেমন আলোচনায় ছিলেন তেমনি তার ব্যক্তিজীবন ও সামাজিক জীবনও ছিল আলোচনা-বিতর্কে। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের বছরপূর্তির দিনটি ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালন করে তুমুল আলোচনায় আসেন। আগের বছরের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন পরীমনি। ২০২৪ সালের সেই দিনটিকে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ হিসেবে পালন করেও আলোচনায় থাকেন।

শরিফুল রাজের সঙ্গে পরীর পরিচয় হয়েছিল ২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’-এর সেটে। সেই বছরেই তাদের প্রেম গড়ায় পরিণয়ে। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে পুণ্যর। শরিফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর থেকে ছেলে ও দত্তক নেওয়া মেয়েকে একাই সামলাচ্ছেন পরী। যা নিয়েও আলোচনায় ছিলেন পরী।

বিভিন্ন লুকে পরীমনি।

সুপারস্টার শাকিব খানের সঙ্গে র‌্যাম্পে হেঁটে ভাইরাল হন পরীমনি। একইভাবে ভাইরাল হয় শাকিবের সঙ্গে পরীমনির আলিঙ্গনমুহূর্তের ভিডিও। এছাড়া শাকিব খানের ডাকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তারকাদের মিলনমেলাতেও শাকিব ও পরীর আলিঙ্গনের একটি ভিডিও নিয়ে আলোচনা হয়। যেখানে দেখা যায়, পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করার সময় শাকিব খানের সঙ্গে দেখা হয়। এসময় বেশ আবেগপ্রবণ হয়ে আলিঙ্গন করেন শাকিব খানকে। যে ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

শুধু তাই নয়, ছেলের জন্মদিনে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছিলেন পরীমনি। যে পোস্টটি বুবলী তার ছেলের জন্মদিনে কপি করেছিলেন বলে পরী পরোক্ষাভাবে অভিযোগ করেন। যে বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। এখনও মাঝে মাঝে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি।

বছর শেষে আরেকটি ঘটনায় আলোচনায় চলে আসেন পরীমনি। তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার গত ২২ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। পরীমনি তার সাবেক স্বামীর কবর জিয়ারত করেন। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তাছাড়া তার ছেলের চোখের সমস্যা নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন ‘দুর্ঘটনা’। রহস্যময় সেই পোস্ট নিয়েও বেশ আলোচনা হয়।

নতুন প্রেমে পড়ার সেই ভিডিও।

সর্বশেষ পরীমনির ‘নতুন প্রেমে পড়ার’ একটি ভিডিও নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ১৮ নভেম্বের ভোরে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে ধোঁয়াশা তৈরি করেন পরীমনি। ভিডিওত দেখা যায়, চলন্ত গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত। ভিডিওর ক্যাপশনে পরী লেখেন, ‘ইয়েস আই এ্যাম ইন লাভ এ্যগেইন’। যা বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি’।

প্রিয় নায়িকার এই ভিডিও পোস্ট দেখে অভিনন্দন জানান বহু ভক্ত ও নেটিজেন। তবে অনেকে সন্দেহও করেন পরী আসলে মজা করেছেন কিনা। ভিডিওটি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন নায়িকা নিজেই ঘটনা খোলাসা করেছেন। জানালেন, হাতে হাত রাখা সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার। তিনি একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরীমনি তার ফেসবুকে আবারও সেই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?”

Link copied!