• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি অভিনেত্রী চুমকি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১১:৩৮ এএম
হাসপাতালে ভর্তি অভিনেত্রী চুমকি
অভিনেত্রী-নির্মাতা নাজনীন হাসান চুমকি

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী-নির্মাতা নাজনীন হাসান চুমকি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি কিডনিতে পাথরজনিত সমস্যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”

জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক নাজনীন হাসান চুমকি নব্বই দশকে মঞ্চ নাটকের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন। পরবর্তীসময়ে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

 

Link copied!