লাইভ অনুষ্ঠানে মৃত্যু হয়েছে রাশিয়ান অভিনেত্রী পলিনা মেনশিখের। ১৯ নভেম্বর লাইভ শো চলাকালীন ইউক্রেনের ভয়াবহ হামলায় প্রাণ হারান এই অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউক্রেনে রুশ সেনার সাফল্য উদ্যাপন করে চলছিল অনুষ্ঠান। মঞ্চে তখন চলছিল নাটক। আচমকাই সেখানে ইউক্রেনের হামলা হলে নিহত হন অভিনেত্রী পলিনা মেনশিখ।
সংবাদমাধ্যমটি আরও জানায়, গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। এরপর পলিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এই অভিনেত্রীর।
যদিও অভিনেত্রীর মৃত্যুতে নীরব রয়েছে রাশিয়া। তবে নাট্যগোষ্ঠী পলিনার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেন, “দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো গ্রামের হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালায় ইউক্রেনের সেনারা। হামলার আগে মঞ্চে গান গাইছিলেন পলিনা।”