ঢাকাই চলচ্চিত্রে নতুনই বলা যায় জাহারা মিতুকে। প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘জার্সি নম্বর ১৬’ সিনেমায়। এতে নারী ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে জাহারা মিতুকে। তিনি বলেন, “স্যালুট তাদের, যারা পেশা হিসেবে ক্রিকেটের মতো কষ্টসাধ্য কাজকে বেছে নেন।”
এই অভিনেত্রী বলেন, “শুটিং শুরুর আগে থেকেই প্র্যাকটিস করছি। মাঠপর্যায় থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, অনুশীলন করা এখন আমার প্রতিদিনের কাজ। পেশাদার ক্রিকেটারদের সহায়তা নিয়েছি। সময় পেলেই মাঠে দৌড়াচ্ছি, খেলোয়াড়দের বডি মুভমেন্ট খেয়াল করছি। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। দর্শকের ভালো লাগলেই আমার এই চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে।”
দেশের প্রত্যন্ত অঞ্চলের এক নারীর ক্রিকেটার হওয়ার কাহিনি উঠে এসেছে জার্সি নম্বর ১৬ সিনেমায়। এতে মিতুর বিপরীতে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর। সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের আগেই ‘জার্সি নম্বর ১৬’ সিনেমার কাজ শেষ হবে।