• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উৎসবের চোখধাঁধানো লুকে অভিনেত্রী ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৮:৩৪ এএম
কান উৎসবের চোখধাঁধানো লুকে অভিনেত্রী ভাবনা
আশনা হাবিব ভাবনা। ছবি : ফেসবুক থেকে

ফ্রান্সের কান উৎসবের রেড কার্পেটে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী ভাবনা। তার পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে―ভাবনা ও কাক যেন একে অপরের পরিপূরক। কারণ তার পরনের পোশাক অনেকটা কাকের আদলে নকশা করা।

প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৪ মে) ৭৭তম আসরের পর্দা উঠেছে। যা বলবে ১২ দিন। আর এই উৎসবের অভিজ্ঞতা নেয়ার জন্য প্রথমবারের মতো সেখানে গিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

এ অভিনেত্রী কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং ব্যক্তি উদ্যোগেই গেছেন উৎসবে। আয়োজনে অংশ নেয়া বিশ্বের অন্যসব তারকাদের মতো তিনিও নজর কেড়েছেন। বুধবার (১৫ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবিতে এমনটাই দেখা গেছে এ তারকাকে।

অভিনেত্রী ভাবনা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাকদের সঙ্গে করে কান উৎসবে এসেছি আমি।’ তার এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। পোশাক ও লুকের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সেই পোস্ট শেয়ার করেছেন।

প্রসঙ্গত, এবার কান উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কোয়ান্তাঁ দ্যুপিয়োর পরিচালনায় কমেডি ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড।

এ ছাড়া ৭৭তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে পাঁচজন নারী। জুরি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। আরও থাকছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।

Link copied!