দুজনেরই একই নাম—আঁচল তিওয়ারি। একজন গায়িকা, অন্যজন নায়িকা। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) বিহারের কাইমুর জেলায় এক সড়ক দুর্ঘটনায় গায়িকা আঁচল তিওয়ারি মারা গেছেন।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবরটি পরিবেশনে গড়বড় করেছে। তারা গায়িকা আঁচলের জায়গায় নায়িকা আঁচলের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ‘পঞ্চায়েত’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়ার মুম্বাইয়ের অভিনেত্রী আঁচল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় অভিনেত্রী আঁচল বলেছেন, ‘আমি বেঁচে আছি।’ সেই সঙ্গে সংবাদ পরিবেশনের আগে তথ্য ও ছবি যথাযথভাবে যাচাই করার অনুরোধ করেছেন এই অভিনেত্রী।
আঁচল জানান, তাকে জড়িয়ে খবর প্রকাশের পর পরিবার, আত্মীয় ও বন্ধুরা উদ্বিগ্ন হয়েছেন। তিনি নিজেও মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছেন।
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার (২৫ ফেব্রুয়ারি) মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি গায়িকা আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পান্ডেসহ আটজন নিহত হয়েছেন।