ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া ‘রাপ্পা রাও অ্যান্ড ফুলস্টপ ডট কম’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত এই মুহূর্তে । বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুটিং চলছিল টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। এ দিকে বিকেলের দিকে আচমকাই অসুস্থ বোধ করেন এই অভিনেত্রী। শুরু হয় বমি। অলিভিয়া বললেন, ‘‘ওষুধ খাওয়ার পরেও বমি থামছিল না। বুঝতে পারি খাদ্যে বিষক্রিয়া হয়েছে। ইউনিটের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন।’’ শেষ পর্যন্ত বাঘাযতীনের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছান অলিভিয়া। অভিনেত্রী বললেন, ‘‘সঙ্গে এক পরিচিত ছিলেন। কিন্তু আমি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছি। তার পর স্যালাইন নিতে হল।’’
মঙ্গলবার প্রায় রাত ২টো নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অলিভিয়া। অভিনেত্রীর আক্ষেপ, ‘‘দুটো গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল। সে দুটোর শুটিং বাতিল করতে হল বলে খুব খারাপ লাগছে। সমস্যার সময় পাশে থাকার জন্য ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ।’’
এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই বিশ্রামে রয়েছেন অলিভিয়া। তবে জানালেন, বৃহস্পতিবার থেকে তিনি আবার শুটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা করবেন। এই ছবিটির শুটিং শেষ করার পর অভিনেত্রী ‘বৃত্ত রহস্য’ ছবিটির শুটিং শুরু করবেন।