অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি ‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’ দিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাবও পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।
৩৭ বছর বয়সি এই অভিনেতা যখন সাফল্যের কাছাকাছি পৌঁছেছেন তখন তিনি ঘোষণা করলেন অভিনয় থেকে অবসরের। তবে জীবন গড়ার এই সময় শক্ত একটি সিদ্ধান্ত নিয়ে দর্শকদের দুঃসংবাদ দিয়েছেন এই অভিনেতা।
সোমবার (২ ডিসেম্বর) বিক্রান্ত তার অনুরাগীদের একপ্রকার চমকে দিয়েছেন। জানিয়েছেন ২০২৫ সালের পর তিনি অভিনয় থেকে সরে যাবেন। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন অভিনেতা।
সেই পোস্টে তিনি লিখেছেন, `বিগত বছরগুলো দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ।’
এরপর তিনি বলেন, ‘আমি জীবনে সামনে আগাতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে।
শেষবার দেখা হওয়া নিয়ে অভিনেতার বলেন, ‘আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় মনে হচ্ছে। শেষ দুটো ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।`
জনপ্রিয় এই অভিনেতা ‘বর্তমানে দুটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। একটি হলো ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখো কী গুস্তাখিয়া’।