• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি অভিনেতা কাজী উজ্জ্বল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৮:৪৪ এএম
হাসপাতালে ভর্তি অভিনেতা কাজী উজ্জ্বল
অভিনেতা কাজী উজ্জ্বল। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল। তার অসুস্থতার খবরটি অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ঊর্মিলা শ্রাবন্তী লেখেন, ‘শিল্পী সংঘের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী কাজী উজ্জ্বল ভাই শারীরিক অসুস্থতা নিয়ে শঙ্করের নিকটস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

১৯৮৫ সালে মামুনুর রশীদের হাত ধরে মঞ্চ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু হয় কাজী উজ্জ্বলের। নব্বইয়ের দশকের শুরুতে মামুনর রশীদের সঙ্গেই প্রোডাকশনে কাজ শুরু করেন তিনি। সে সময় বিটিভির জন্যে ‘সুপ্রভাত ঢাকা’ শিরোনামে একটি নাটক নির্মাণ করা হয়। এতে অভিনয়ের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন গুণী এই অভিনেতা।

অভিনয় ক্যারিয়ারে পাঁচ-ছয়শ নাটকে কাজ করেছেন তিনি। আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। তিনি সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Link copied!