• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসপাতালে অভিনেতা জাহাঙ্গীর, দোয়া প্রার্থনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০১:৫০ পিএম
হাসপাতালে অভিনেতা জাহাঙ্গীর, দোয়া প্রার্থনা
হাসপাতালের সিটে জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

অভিনেতা, নাট্যকার, গীতিকার ও প্রডিউসার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ডায়রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। তিনি কেবিন ব্লকে ইন্টারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক নাজমুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

জাহাঙ্গীর সংবাদ প্রকাশকে শনিবার (২৯ জুলাই) দুপুরে জানান, মাথাব্যথা, বুকব্যথা, বেড়ে গেছে, তিন রাত হলো ঘুম আসে না, ডাক্তাররা পরীক্ষা করছে। রেজাল্ট নেই।

তিনি দেশবাসীসহ সব সুহৃদ, সহকর্মী ও স্বজনের কাছে দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সাংগঠনিক কাজকর্ম করা অবস্থায় ভুলভ্রান্তির জন্য সবার তরে ক্ষমা চেয়েছেন।

অভিনেতা ও গীতিকবি জাহাঙ্গীর আলম হসপিটালের বিছানায় শুয়ে কয়েকটি চমৎকার গীতি কবি রচনা করেছেন যা নোলক বাবু , শান সায়েক ও কাজী জামাল ইতিমধ্যে সুর ও কম্পোজিশন করেছেন ও বিভিন্ন শিল্পীরা কণ্ঠ দিয়েছেন ।

এ ছাড়া মনির খান, মিজান মাহমুদ রাজিব, সাব্বির জামান, রাশেদ, তাসমিম জামান স্বর্ণা, জাহেদ রিপন, বিন্দু কণাসহ আর অনেকে বেশ কয়েকটি গান করেছেন। কম্পোজার ও শিল্পী শান সায়েকসহ সবাই অন্তরালয়-এর জাহাঙ্গীরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে জাহাঙ্গীর কিছু গান লিখেছেন, যার প্রতিটি গানের কথা হৃদয়ে ব্যথিত করেছে।

Link copied!