কৌতুক অভিনেতা শামীনুর রহমান উরফে চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. গোলাম মওলা মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক দাখিলকৃত তালিকায় গরমিল থাকায় শামিনুর রহমানের (চিকন আলী) মনোনয়ন বাতিল করা হয়।
এ প্রসঙ্গে চিকন আলী জানান, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ক্রমিক নম্বরের তালিকায় গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার ওই তালিকায় এক থেকে চৌদ্দ পর্যন্ত ক্রমিক থাকায় তিনি বুঝে উঠতে পারেননি। তাই সব পৃষ্ঠায় একই ক্রমিক নাম্বার ব্যবহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা এই ভুলের কারণে তার প্রার্থিতা বাতিল করেছেন।
এ কৌতুক অভিনেতা আরও জানান, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনার বরাবর আপিল করা হবে। যদি সেখানেও বাতিল করা হয়, তাহলে তিনি হাইকোর্টে আপিল করবেন।
এর আগে নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিকন আলী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।