যৌন হয়রানির অভিযোগে দক্ষিণ ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চরিত বালাপ্পার গ্রেপ্তার হয়েছেন। এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানি ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তুলেছেন। টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমগুলি এ খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, রাজারাজেশ্বরী নগর থানার তদন্তকারীরা ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনাটি ঘটে। ১৩ ডিসেম্বর, ওই অভিনেত্রী অভিযোগ করেন যে তিনি ২০১৭ সাল থেকে কন্নড় এবং তেলেগু সিরিয়ালে কাজ করছেন। ২০২৩ সালে অভিযুক্ত চরিত বালাপ্পার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে মানসিকভাবে হয়রানি করতে থাকেন অভিনেতা। খুনের হুমকিও দেন।
অভিনেত্রীর অভিযোগ, ওই অভিনেতা শারীরিকভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হন। তার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে চাপ সৃষ্টি করতেন। তিনি জানান, চরিত বালাপ্পা তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে বারবার হুমকি দিতেন। জেলে পাঠানোর ভয়ও দেখাতেন।
এখন পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। অভিনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।