• ঢাকা
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

‘সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:২২ পিএম
‘সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়’
জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক থেকে

‘সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী । সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মম বলেন,‘ শিল্পী তার শিল্পকর্মের কাজটা ঠিকমতো করবেন। এটাও ঠিক, মানুষ যখন কোনো রাষ্ট্রে বসবাস করেন, তিনি নিরপেক্ষও হতে পারেন না। কোনো না কোনো পক্ষের প্রতি তার সমর্থন থাকে। এটা স্বাভাবিক; কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবেন কে। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি থাকতে হবে শিল্পীদের। যদিও সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের প্রতি সমর্থন ছিল মমর। এরপর সহশিল্পীদের সঙ্গে ঢাকার রাজপথে কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারে ছাত্র-জনতার মিছিলে মিছিলে দেখা গেছে তাকে। সে সময় আন্দোলনকে এগিয়ে নিতে সামাজিক মাধমে সরব ছিলেন এই গুনী অভিনেত্রী।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য হয়। নতুন করে মমর চাওয়া-দুর্নীতিমুক্ত বাংলাদেশ, পাচার হওয়া সব টাকা দেশে ফিরিয়ে আনা, ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো।

আন্দোলনের কারণে মাসখানেকের বেশি সময় ধরে সব ধরনের কাজকর্ম থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। জানালেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে শুটিং শুরু করবেন।’

Link copied!