বিচ্ছেদের সকল জল্পনা উড়িয়ে আবার একসঙ্গে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও ও অভিষেক। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় ছিলেন এই তারকা দম্পতি। এমনকি আলোচনা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
এবার তারা এই ধরনের গুজবের উপযুক্ত জবাব দিয়েছেন বলা চলে। কারণ, তাদের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যা দেখে সবাই বলছেন, যা রটেছে তার পুরোটাই গুজব।
এই তারকা দম্পতিকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। অনেকেরই মনে হয়েছিল যে, এই দম্পতির সাংসারিক বেশ কিছু সমস্যাও চলছে। তাদের পথ আলাদা হতে চলেছে। যদিও কিছুদিন আগে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে। তারপরেও কিছু সমালোচকের মত, সম্ভবত মেয়ের জন্যই দু’জনে এক হয়েছেন।
তবে যারা দম্পতি সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন, বা বিবাহ বিচ্ছেদের কথা বলেন, এই ভিডিওগুলো তাদের জন্য উপযুক্ত জবাব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে শুধু ঐশ্বরিয়া বা আরাধ্যকেই নয়, অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছে তাদের সঙ্গে। স্ত্রীর জন্য গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকলেন অভিনেতা।
এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি নিয়েও নানা মুনির ননা মত। কেউ বলেছেন, ‘দুজনের সবকিছু ঠিকই আছে। এটা প্রমাণিত।’ কারও মতে, ‘আশ্চর্য সুন্দর জুটি আপনারা। ঈশ্বর এভাবেই ভালো রাখবে সারাজীবন।’
অভিনেতা অভিষেকও হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে পাপারাজ্জিদের হাত জোড় করে নতুন বছরের শুভেচ্ছা জানান। তারপর একই গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।