• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অনন্য মামুনের সিনেমা করছেন না আমির খানের ভাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৩:১৩ পিএম
অনন্য মামুনের সিনেমা করছেন না আমির খানের ভাই

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশি নির্মাতা অনন্য মামুনের সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খান। এবার জানা গেল, অনন্য মামুনের সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলিউড এই অভিনেতা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন ফয়সাল খান। তবে ভিডিওটি পোস্ট করা হয় বাংলাদেশি পরিচালক আলী জুলফিকার জাহেদীর ফেসবুক অ্যাকাউন্টে।

ফয়সাল খান বলেন, ‘বাংলাদেশের নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমার কাজ করার কথা ছিল। এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। শুধুমাত্র সিনেমার গল্প শুনে মৌখিকভাবে কাজটি করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু আমার সঙ্গে মামুন চুক্তি করার আগেই পাবলিসিটি করেছে। এটা আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’

তবে এই সিনেমায় কাজ না করলেও বাংলাদেশি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ নামের একটি সিনেমায় দেখা যাবে ফয়সাল খানকে। ভিডিওবার্তায় সে বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ফয়সাল খান বলেন, ‘আমি মামুনের ছবিতে অভিনয় করছি না। তবে বাংলাদেশি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি বাংলা ও হিন্দিতে নির্মিত হবে।’

অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, অনন্য মামুনের এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। সিনেমাটিতে যে শাকিব খান অভিনয় করবেন সেটাও এখন চূড়ান্ত নয়। কারণ, মৌখিকভাবেই তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা।

তবে নির্মাতা আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ সিনেমায় কাজ করবেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান। এ অভিনেতা বলেন, ‘‘বাংলাদেশি পরিচালক আলী জুলফিকার জাহেদীর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমার নাম ‘সুইং’। এটি বাংলা ও হিন্দি দুই ভাষায়ই নির্মিত হবে। আশা করছি, খুব শিগগির সিনেমাটির কাজ শুরু হবে।’’

Link copied!