• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শাকিব খানের সিনেমায় আমির খানের ভাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৯:৫১ এএম
শাকিব খানের সিনেমায় আমির খানের ভাই
শাকিব খান-ফয়সাল খান, ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউডের অভিনেত্রী।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা।

বর্তমানে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে ভারতে অবস্থান করছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের ফয়সাল খান।  তিনি আমির খানের ভাই। গত সপ্তাহেই ফয়সাল খানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মামুন। তিনি আরও জানান, শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানানো হবে, কে থাকছেন শাকিবের বিপরীতে।

তবে সিনেমা নিয়ে শাকিব খান এখনো পর্যন্ত মুখ খোলেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। আগস্টের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। জানা গেছে, বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি। 

Link copied!