দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতীয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।
বিচ্ছেদবার্তা এসেছে সায়রা বানুর পক্ষ থেকেই। খবরটি রাহমান ভক্তদের জন্য বেদনার ও বিব্রতকর বটে। তবে সেটি আর নির্মম হয়ে ধারা পড়েছে, যখন গুঞ্জন উঠেছে এই বিচ্ছেদের পেছনে রয়েছে এক নারী গিটারিস্ট। রহমান যার প্রেমে ডুবে আছেন!
মূলত এসব নিয়ে যখন এ আর রহমান সামাজিক মাধ্যমসহ সংবাদ মাধ্যমে নাজেহান হচ্ছিলেন তখনই যেন প্রাক্তন স্ত্রী সায়রা বানু শ্বেতপত্র দিয়েছেন স্বামীর পক্ষে। দাবি করেছেন, রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন।
রোববার (২৪ নভেম্বর) একটি অডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বর্তমানে মুম্বাই আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি, এ আর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ।’
গিটারিস্ট মোহিনি দে’র সঙ্গে রহমানের সম্পর্কের গুজব নিয়ে সায়রা বানু বলেন, ‘এ আর রাহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনও নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টা অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনও করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন।’
এসময় সায়রা বানু এ আর রহমানকে ধন্যবাদ জানান, শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বলে। সর্বশেষ তিনি জানান, চিকিৎসা শেষ হলে শিগগিরই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ করে বলেন, ‘এ আর রাহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না।’
এদিকে সম্প্রতি রাহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েক পাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় গুজব ছড়ানোদের বিরুদ্ধে।
যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।
এদিকে দুজনের মধ্যকার শর্ত অনুযায়ী, সুরকারের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাচ্ছেন সায়রা বানু। জানা গেছে, কমবেশি ১৭২৮ কোটি টাকার মালিক এ আর রাহমান। সম্পদের পরিমাণ ২০০০ কোটিরও বেশি। যার প্রায় অর্ধেকটা পেতে যাচ্ছেন সায়রা। অর্থাৎ, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে পাবেন সায়রা বানু!
এই ধরনের মন্তব্য ফেসবুকে ঘুরতেই বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এই ধরনের কোনও আইন এখনও নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়।’
তিনি আরও জানিয়েছেন, আদালতে সুরকার-শিল্পী তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এবার সায়রা বানু যা দাবি করবেন সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার