• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

সন্ধ্যায় মঞ্চস্থ হচ্ছে ভালোবাসার গল্প ‘দিলনাওয়াজ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:২২ পিএম
সন্ধ্যায় মঞ্চস্থ হচ্ছে ভালোবাসার গল্প ‘দিলনাওয়াজ’
‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যে মূল তিন চরিত্রে অভিনয় করেছেন মুবাশশীরা কামাল ইরা, আবু নাঈম ও উম্মে হাবিবা। ছবি: সংগৃহীত

রাজপ্রাসাদে শাহজাদা শমসেরের সঙ্গে বেড়ে ওঠে বাঁদি দিলনাওয়াজ। তারুণ্যে দুজনার মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়। তবে মুখ ফুটে কেউ সেটা প্রকাশ করতে পারে না। বাঁদি হয়ে শাহজাদাকে কীভাবে প্রেমের কথা বলবে দিলনাওয়াজ? শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। শত বছর আগে ‘দিলনাওয়াজ’ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দু ভাষার লেখক রাহাত আরা বেগম।

গল্পের ওপর ভিত্তি করে প্রযোজনা করা হয়েছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। এ বছর ফেব্রুয়ারি মাসে ঢাকার মঞ্চে এটি এনেছিল সাধনা। মাস দুয়েক পর আবারও মঞ্চে ফিরছে নৃত্যনাট্যটি। 

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে।

‘দিলনাওয়াজ’-এ নাম ভূমিকায় নৃত্যাভিনয় করবেন মুবাশশীরা কামাল ইরা। তিনি মূলত ভরতনাট্যম শিল্পী, তবে দিলনাওয়াজে কত্থক ও সুফি নৃত্য করতে হয়েছে তাকে।

 দিলনাওয়াজ চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশীরা জানান, ‘প্রথম শো তাকে ভীষণ আত্মবিশ্বাস দিয়েছে। দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি ভীষণ অনুপ্রাণিত।’

শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা। তারা ছাড়াও এ নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।

‘দিলনাওয়াজ’-এর নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুলশংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম।

Link copied!