দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।
‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউড পা রাখেন অ্যাটলি। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি। তবে পরিচালকের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সিয়াসাত ডটকম জানিয়েছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি কুমার। কিন্তু এ নির্মাতা তার পারিশ্রমিক বাড়িয়ে নতুন সমস্যার জন্ম দিয়েছেন। অ্যাটলি ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক চেয়েছেন। এই পরিচালকের এমন চাহিদায় বিস্মিত প্রযোজকরা, দ্বিধান্বিতও তারা।
‘পুষ্প টু’ সুপারহিট হওয়ার পর আল্লু অর্জুনও তার পারিশ্রমিক বাড়িয়েছেন। ফলে নায়ক-পরিচালকের পারিশ্রমিক মোট বাজেটের বড় অংশ। যার কারণে প্রযোজকরা খরচ নিয়ে চিন্তিত। দক্ষিণী সিনেমার কয়েকজন প্রযোজক প্রথমে আগ্রহী ছিলেন। কিন্তু নাম ঠিক না হওয়া সিনেমাটির বাজেট বড় হওয়ায় তারা পিছিয়ে আসছেন। যদিও এটি ‘হিট’ হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এত অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কয়েক দিন আগে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন অ্যাটলি। ‘অ্যাটলি৬’ বা ‘এ৬’ সিনেমায় ভিন্ন একটি জগৎ তৈরি করার পরিকল্পনা করেছেন এই পরিচালক। ৫০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি ১৭ লাখ টাকার বেশি) বিশাল বাজেটে নির্মিত হবে সিনেমাটি। আর এতে অভিনয় করবেন সালমান খান ও রজনীকান্ত। এরই মধ্যে ভারতের এই দুই তারকার সঙ্গে কথাও বলেছেন পরিচালক অ্যাটলি কুমার।
তবে সিয়াসাত ডটকম দাবি করেছেন, বাজেট বড় হওয়ায় এ সিনেমার কাজ থমকে গেছে। আপাতত আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন অ্যাটলি। যদিও সিনেমাটির বাজেট নিয়ে দর-কষাকষি চলছে!