• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

‘৯৮ শতাংশ নায়িকা আমার প্রেমে পাগল ছিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১২:০৪ পিএম
‘৯৮ শতাংশ নায়িকা আমার প্রেমে পাগল ছিল’
বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী বলেছেন, “আমার সময়ের ৯৮ শতাংশ নায়িকা আমার প্রেমে পাগল! এমন নায়ক পাবে কোথায়? বলিউড পুরো জ্বালিয়ে দিয়েছিলাম।”

মঙ্গলবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।    

মিঠুন চক্রবর্তী বলেন, “গল্পনির্ভর ছবি দেখতে চাইছেন দর্শক। অভিনয় দেখতে চাইছেন। শুধুই তারকাদের দেখে ভুলছেন না। প্রেমের গল্প, ত্রিকোণ প্রেমের গল্প আজও দর্শক দেখতে চান।”

এখনো প্রেমে পড়েন, বিয়ে করতে ইচ্ছে হয়, এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, “না, বিয়ে নয়। যোগিতা আমার খুবই ভালো বউ। ওকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু অন্য কাউকে ভালোবাসতে বা প্রেমে পড়তে সমস্যা কোথায়? এই নিয়ে আপনারা সাংবাদিকরা কম খুঁচিয়েছেন? অমুক অভিনেত্রী মারা গিয়েছেন, তার সঙ্গে প্রেম ছিল?”

বলিউড সুপারস্টার বলেন, “এই যে দেবীর মতো দেখতে অঞ্জনা আমার নায়িকা হলেন, এমন সুন্দরীর প্রেমে পড়ব না? পড়েছি। খুব চেষ্টা করেছি। কিছুতেই রাজি করাতে পারলাম না! নির্ঘাৎ বুঝেছিল, আমি অঞ্জনার প্রেমে পড়তে পারি। তাই আগেভাগে ছেলেকে সামনে এনেছে। ওকে তো আমিই বেছেছি। পথিকৃৎকে বলেছিলাম, বউ সুন্দর হতে হবে।”

মিঠুন আরও বলেন, “পরিচালক তিনজনের ছবি দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে বললাম, ওকেই নিতে হবে। খুব ভালো মেয়ে। দুর্দান্ত অভিনেত্রী। কি সুন্দরী! কিন্তু দুঃখের কথা কী বলব, প্রথম দিনেই ছেলেকে দেখিয়ে দিল। আর এগোতেই পারলাম না।”
 

Link copied!