• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজয় দিবসে টিকিট ছাড়াই দেখা যাবে ৯টি ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০১:৩১ পিএম
বিজয় দিবসে টিকিট ছাড়াই দেখা যাবে ৯টি ছবি

১৬ ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করবে বাংলাদেশ। আর এ উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ১৬ ডিসেম্বর বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেক্ষাগৃহসমূহে নিম্নবর্ণিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং মিলনায়তন/উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মোট ৬টি, দুটি প্রামাণ্য চলচ্চিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম দেয়া হয়েছে। ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে: চিরঞ্জীব মুজিব, একজন মুক্তিযোদ্ধা, আমার বন্ধু রাশেদ, গেরিলা, আগুনের পরশমনি এবং জয়যাত্রা। ২টি প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে: বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্বয়, হাসিনা-অ্যা ডটার্স টেল। আর একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’।

 

Link copied!