নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘৮৪০’ গত বছরের ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটির প্রযোজক অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। বছর শেষে মুক্তি পাওয়া ছবিটি ছিল আলোচনায়।
এদিকে নতুন বছরের প্রথম দিনে সবাইকে ডেকে প্রযোজক তিশা দিলেন নতুন খবর। জানালেন, প্রেক্ষাগৃহে যাঁরা ছবিটি দেখার সুযোগ পাননি, এবারও তাঁদের জন্য সুযোগ তৈরি হয়েছে। ৩ জানুয়ারি, শুক্রবার থেকে এটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে। তা–ও আবার এক চ্যানেল নয়, তিনটি চ্যানেলে একসঙ্গে উপভোগ করা যাবে।
তিনটি ভিন্ন ভিন্ন সময়ে ‘৮৪০’ তিন চ্যানেলে প্রচারের খবরটি জানাতে বুধবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ছাদবারান্দায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে ছবির প্রযোজক তিশা ও ছবির অভিনয়শিল্পীরা ছাড়াও তিন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ভিডিও কলে যুক্ত হন ‘৮৪০’–এর নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এবং রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে ছবিটি সিরিজ আকারে দেখতে পাবেন। যাঁরা টেলিভিশনে ‘৮৪০’ দেখবেন, তাঁরা প্রেক্ষাগৃহে যা দেখেছেন, তার চেয়ে বাড়তি কিছু দেখার সুযোগ পাবেন।
প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘এমন সিনেমা একসঙ্গে তিনটি চ্যানেলে প্রচারিত হবে, এই স্বপ্ন দেখেছিলাম। নতুন বছরের শুরুতে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। এই স্বপ্ন যাঁরা সত্যি করেছেন, তাঁদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে।’
টেলিভিনের পাশাপাশি প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে ‘৮৪০’। তিশা বলেন, ‘এটা রাজনৈতিক স্যাটায়ার। ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই কাজের সঙ্গে আমরা সবাই একত্র হয়েছি। সমাজের যে অবস্থা আমরা পার করেছি, সেটার যেন পুনরাবৃত্তি না হয়, এ জন্য আমরা টেলিভিশনেও প্রচারের উদ্যোগ নিয়েছি, যেন এটি আরও বেশি মানুষ দেখার সুযোগ পান।’
সংবাদ সম্মেলনে ‘৮৪০’–এর প্রযোজক এবং অভিনয়শিল্পীরাও ছাড়া সংশ্লিষ্ট চ্যানেল ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ।