• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

এ বছর সেরা করদাতার তালিকায় আছেন ৬ তারকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ১২:৩৯ পিএম
এ বছর সেরা করদাতার তালিকায় আছেন ৬ তারকা
২০২২-২৩ করবছরে সেরা তারকা করদাতা। ছবি: সংগৃহীত

২০২২-২৩ করবছরে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ পেতে চলেছেন সংগীত ও চলচ্চিত্র শিল্পের ৬ তারকা। এ বছর ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে এ বিশেষ কার্ড দেওয়া হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক গেজেটে মনোনীতদের তালিকা প্রকাশ করে এনবিআর। প্রকাশিত ওই তালিকায় বলা হয়, ২০২২-২৩ কর বছরে ৩ ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেয়া হবে। এতে অভিনেতা-অভিনেত্রী এবং গায়ক-গায়িকা-এই দুই শ্রেণিতে বিনোদন অঙ্গনের ছয়জন তারকা স্থান পেয়েছেন।

এনবিআরের প্রকাশিত গেজেট অনুযায়ী ২০২২-২৩ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, অভিনেতা মাহফুজ আহমেদ ও মো. সিয়াম আহমেদ।

অন্যদিকে ২০২২-২৩ করবর্ষে গায়ক-গায়িকা শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।

ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় অনেক সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংসহ আরও অনেক সেবাতে তাদের অগ্রাধিকার থাকবে। এ ছাড়া, থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

Link copied!