পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। প্রতি বছর দেশের প্রেক্ষাগৃহে দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তির মুক্তির তালিকায় রয়েছে ৬টি ছবি।
ছবিগুলো হলো, ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০-১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অনেক সিনেমা শেষ মুহূর্তে মাল্টিপ্লেক্স টার্গেট করে মুক্তি দেওয়া হচ্ছে।
মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।